নড়বড়ে লঙ্কানদের সামনে চমকে দেয়া ডাচরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডাচরা অনেকটা চমকেই দিয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলেও সে ম্যাচে বেশ ভালোভাবেই লড়াই করেছিল নেদারল্যান্ডস। যদিও পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে একেপেশে ভাবে। পরেই ম্যাচে তারা ঘটাল অঘটন। টুর্নামেন্টে বিধ্বংসী রুপে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেল দারণ এক জয়। ম্যাচটি যেন ছিল ‘টোটাল ক্রিকেট’ এর উৎকৃষ্ট উদাহরণ। যদিও ডাচদের জন্য এটি নতুন না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রোটিয়াদের হারিয়েছিল তারা। দলীয় এমন পারফর্মের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকারই কথা। দাপুটে আরেক জয় তুলে নিতেই মাঠে নামবে তারা।

অন্যদিকে শ্রীলঙ্কা এবারের আসরে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। বলা যায় সবচেয়ে খারাপ অবস্থানেই আছে। আসরে একমাত্র দল যারা এখন পর্যন্ত পায়নি জয়ের দেখা। সঙ্গে চোটের ধাক্কা। যেটি শুরু হয়েছিল এশিয়া কাপের আগ থেকেই। যা এখনও রয়েছে চলমান। সবশেষ দলের নিয়মিত অধিনায়ক দাশুন শানাকাও পড়লেন চোটে। সুস্থ হয়ে ফিরতে ফিরতে প্রথম রাউন্ডের থাকবে শেষের দিকে। ইতিমধ্যেই দুটি বিকল্প (অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশমান্তা চামিরা) খেলোয়াড়কেও ভারতে ডেকে পাঠিয়েছে তারা। টুর্নামেন্টে টিকে থাকতে তাই জয়ের কোনো বিকল্প নেই ১৯৯৬ আসরের চ্যাম্পিয়নদের।

বিজ্ঞাপন

দল দুটি নিজেদের চতুর্থ ম্যাচে আজ (শনিবার) মাঠে নামবে। লক্ষ্ণৌতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।