বাবর-শাহিনকে নিয়ে অস্ট্রেলিয়া যাবে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে ইংল্যান্ড সিরিজের মাঝপথে দল থেকে বাদ দিয়েছিল পিসিবি। তবে সেই তাদেরকে নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ খেলতে যাবে এবার পাকিস্তান। 

আজ রোববার আগামী দুই সফরের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। অস্ট্রেলিয়া সফরে এই দুজন খেললেও জিম্বাবুয়ে সফরে বাবরকে রাখা হয়নি।

বিজ্ঞাপন

সাদা বলের নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হবে শিগগিরই। কারণ বাবর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন সম্প্রতি। 

পাকিস্তান তাদের অস্ট্রেলিয়া সফর শুরু করবে তিনটি ওয়ানডে ম্যাচ দিয়ে। যা অনুষ্ঠিত হবে মেলবোর্ন (৪ নভেম্বর), অ্যাডিলেড (৮ নভেম্বর) এবং পার্থ (১০ নভেম্বর)।

এরপর তারা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যা হবে ব্রিসবেন (১৪ নভেম্বর), সিডনি (১৬ নভেম্বর) এবং হোবার্ট (১৮ নভেম্বর)।

অলরাউন্ডার আমির জামাল এবং আরাফাত মিনহাস, স্পিনার ফয়সাল আক্রাম, উইকেটকিপার ব্যাটসম্যান হাসিবুল্লাহ এবং ব্যাটসম্যান ইরফান খান ও সাইম আয়ুব প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। অলরাউন্ডার জাহানদাদ খান এবং সালমান আঘা টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন।

অস্ট্রেলিয়া সফরের জন্য দল:
ওয়ানডে দল: আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আক্রাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আঘা, শাহীন শাহ আফ্রিদি।
টি-টোয়েন্টি দল: আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, উমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।

জিম্বাবুয়ে সফরের জন্য দল:
ওয়ানডে দল: আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, সাইম আয়ুব, সালমান আঘা, শাহনাওয়াজ দাহানি, তায়্যাব তাহির।
টি-টোয়েন্টি দল: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, ইরফান খান, উমাইর বিন ইউসুফ, কাসিম আক্রাম, সাহিবজাদা ফারহান, সালমান আঘা, সুফিয়ান মোকিম, তায়্যাব তাহির, উসমান খান।