৩ পর্বে বিশ্ব ইজতেমা!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইজতেমার মাঠ, ছবি: বার্তা২৪.কম

ইজতেমার মাঠ, ছবি: বার্তা২৪.কম

টঙ্গীর তুরাগ তীরে এবার আলমি শুরাপন্থী ও দিল্লির মাওলানা সাদ অনুসারী দুই পক্ষের তিন পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে কাকরাইল সূত্রে জানা গেছে, ‘এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। রবিবারের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি খসড়ায় আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি প্রথম পর্বের এবং ১৪-১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার বলা হয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় পর্ব শেষে ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

সিনিয়র সচিব ও শুরায়ি নেজামের মুরুব্বিদের উপস্থিতিতে ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খসড়ায় বলা হয়েছে।

বিজ্ঞাপন

তাতে বলা হয়েছে, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা দুইভাগে আয়োজিত হবে। শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের অনুসারীরা দুইভাগে ইজতেমা অনুষ্ঠানের পর ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

এর আগে শুরায়ি নেজামপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

এদিকে শুক্রবার (২৪ জানুয়ারি) ইজতেমার মাঠ পরিদর্শন শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন বলেন, আলমি শুরার অনুসারীরা এবার ২ পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তাদের প্রথম পর্ব হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব।

আলমি শুরার অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও পরে তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেকই প্রস্তুতি নিচ্ছে তারা।

আর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আরও জানান, এবার বিশ্ব ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হলেও কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি, মৌখিকভাবেই করা হয়েছে।

তাবলিগের আলমি শুরার মুরব্বিদের সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে আলমি শুরা অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে তাদের দ্বিতীয় পর্ব।

অন্যদিকে মাওলানা সাদ অনুসারী মিডিয়ার সমন্বয়ক আবু সায়েম জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি আম বয়ানে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের তিন পর্বের বিশ্ব ইজতেমা।

যদিও আলমি শুরাপন্থীরা মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করতে দেওয়ার পক্ষপাতী নন। তারা ইজতেমার ময়দানে হামলার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন।