প্যাড চুরির অভিযোগকারীরা মানসিকভাবে বিপর্যস্ত: মোকাব্বির

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

অবশেষে গণফোরামের সদস্য মোকাব্বির খান একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৭ মার্চ গণফোরামের অপর সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নেন। সেই দিন তারও শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত শপথ নেননি।

বিজ্ঞাপন

শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন, ‘সংসদে আমার ভূমিকা হবে শতভাগ বিরোধী দলীয় ভূমিকা। আমি যে সংসদীয় এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সেই এলাকার জনগণের কথা বলব। আমি একমাত্র বিরোধী দল থেকে দলের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হয়েছি। আমি সারা দেশের মানুষের কথা ভেবে, মানুষের চিন্তাভাবনা আকাঙ্ক্ষাকে তুলে ধরার চেষ্টা করব। মানুষ যেন তাদের কথাগুলো আমার মাধ্যমে শুনতে পায়। মানুষের কথাগুলো যেন সংসদে লিপিবদ্ধ হয়, আমার কথা নয়, জনগণের কথা হিসেবে, সেই চেষ্টা করব।’

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দলীয় প্যাড চুরির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দল থেকে অনুমতি নিয়েই এখানে এসেছি। আমার ৭ মার্চ শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু আমার দলের প্রেসিডিয়াম মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল ৭ মার্চ না নিয়ে অন্য যে কোনো দিন শপথ গ্রহণ করি। তখন সেই দিনও যে প্যাডে যে প্রক্রিয়ায় আমি সংসদে চিঠি দিয়েছিলাম, সেই একই প্রক্রিয়া অনুসরণ করে একইভাবে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসেছি এবং শপথ গ্রহণ করেছি।’

বিজ্ঞাপন

চিঠি দেখিয়ে তিনি বলেন, এখানে কোনো ধরনের বিতর্কের সুযোগ নেই। যারা আসলে বিতর্কের জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, আমি মনে করি, তারা একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করছেন অথবা তারা মানষিকভাবে বিপর্যস্ত।

এ সময় তার পাশে থাকা গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মেজর (অব.) আমিন আহমেদ আফসারী প্যাডের চিঠি দেখান।

মোকাব্বির খান বলেন, ‘দেশে তো কত ধরনের অপরাজনীতি হচ্ছে। হয়তো কেউ মানসিকভাবে বিপর্যস্ত, নতুবা অপরাজনীতির মানসিকতা নিয়ে বিভিন্ন মহলের ফায়দা হাসিলের জন্য করে যাচ্ছেন।’

ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বিএনপিকে ছাড়াই শপথ গ্রহণে ঐক্যফ্রন্টে কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে বলেন, 'আমি বিএনপি করি না। আমি গণফোরাম করি। আমি ঐক্যের প্রার্থীও ছিলাম না। আমি গণফোরামের মনোনয়ন নিয়ে সূর্য মার্কায় নির্বাচন করেছি।'

তাহলে গণফোরামের যে ঐক্য ছিল? মোকাব্বির বলেন, 'গণফোরামের সাথে বিএনপি'র একটা নির্বাচনী ঐক্য ছিল, কিন্তু আমি ঐক্যে প্রক্রিয়া থেকে নির্বাচন করি নাই, আমি করেছি পিওরলি গণফোরাম থেকে, দলের প্রতীক নিয়ে। আমার অবস্থান সম্পূর্ণরূপে ভিন্ন। আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করি নাই।'

সংসদে গণফোরাম কি বিরোধী দলের অবস্থান নিচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, 'গণফোরাম হান্ড্রেড পার্সেন্ট বিরোধী দলের অবস্থান নেবে। আমি জনগণের কথা বলব। জনগণের যে বক্তব্য সেগুলো তুলে ধরব।'