‘দেশের মানুষ ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না’

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের ১৮ কোটি মানুষ এই দেশের ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়াম হলরুমে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আজকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে। আমাদের কিছু ভূমি দখলের পায়তারা করছে তারা। কারন শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সুযোগ করে দিয়েছিল। কিন্তু আমাদের পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে ১ ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবো না।

আওয়ামী লীগ সম্পর্কে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ এখন একটা মরা লাশ। এই মরা লাশকে টানাটানি করে স্বান্তনা ছাড়া আর কিছু নাই। কোনোভাবেই এই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না। কারন আওয়ামী লীগ যদি আবার কোনভাবে ফিরে তাহলে বিগত শাসনের চেয়েও ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

স্থানীয় নির্বাচন নিয়ে নুর বলেন, আজকে একটা প্রথম সারির পত্রিকায় পড়েছিলাম দেশের ৬৫% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আমরাও দলের পক্ষ থেকে বলেছি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন দেওয়া হয় তাহলে মানুষের মাঝে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। মানুষের রাজনৈতিক সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হবে।

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিব এর সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদ রংপুর জেলার সাবেক ভারপ্রাপ্ত শেরে খোদা আসাদুল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হাজী মো. কামাল হোসেন, আমিনুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, ছাত্র অধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম শিশির প্রমুখ।