ফরিদপুর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা যুবদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও অম্বিকা পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে দলের সাধারণ সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ জনুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর নির্দেশক্রমে সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

জেলা যুবদলের পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ সভায় তথ্য গোপন করে উপস্থিত হওয়া, ইতোপূর্বে দলীয় নির্দেশনা অমান্য করে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করাসহ নানাবিধ অভিযোগ রয়েছে বহিষ্কৃত এই নেতার বিরুদ্ধে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে নুর আলমের কোন কর্মকাণ্ডের দায় নিবে না বিএনপি। যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সাংগঠনিকভাবে তার সাথে সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কে এম জাফর ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদার কে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।