লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে রাজ নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয়। অনেকে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় মানুষের চাপে ছাদ থেকে পড়ে গিয়ে রাজ ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান, ওই শিশুর ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন