শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির/ছবি: বার্তা২৪.কম

আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির/ছবি: বার্তা২৪.কম

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আজকের এই কর্মসূচি থেকে আমরা সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এই বাংলাদেশ খুনি হাসিনার মতো এক ফ্যাসিবাদের পতন হয়েছে, সেহেতু আমরা মনে করি এই বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোন বাস্তবতা নেই। যদি কোন ছাত্র সংগঠন আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে তাহলে ছাত্রদের যে ঐক্য গড়ে উঠেছে তারা তাদেরকে প্রতিহত করবে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছাত্রদলের আয়োজনে মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পদযাত্রাটি শেষ হয়। পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

রাকিবুল ইসলাম রাকিব বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিগত সাড়ে পাঁচ মাসে এই প্রথম আমরা আনুষ্ঠানিকভাবে কোন কর্মসূচি পালন করছি। এই সাড়ে পাঁচ মাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করছি এবং অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতায় কাজ করছি। শুধু তাই নয় আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যেই ঐক্য করে উঠেছে সেই ঐক্য ধরে রাখার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোচ্চ সহনশীল এবং সংযমের পরিচয় দিয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের একজন নেতাকর্মীকেও বিচারের আওতায় নিয়ে আসায় তারা সামান্যতম সহযোগিতা পোষণ করছেন না।

তিনি বলেন, আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস এর মাধ্যমে বাংলাদেশের সকল প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি এই নিষিদ্ধ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাদের সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি যারা শিক্ষাপ্রতিষ্ঠানের সন্ত্রাসী কায়দায় হামলা করেছে এ সকল হামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ সাড়ে পাঁচ মাস অতিক্রম হওয়ার পরেও সেই তদন্ত প্রতিবেদন আমরা পাইনি। আমরা আজকে দাবি জানাচ্ছি ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। জড়িতদের ছাত্রত্ব বাতিলসহ আইননানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন