মোকাব্বিরের শপথের সিদ্ধান্ত কার?
সিলেট-২ আসনে গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির হোসেন খান সংসদ সদস্য হিসেবে শপথ নিতে ইতোমধ্যে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি বলছেন, তার দল গণফোরামের সিদ্ধান্তেই তিনি শপথ নিচ্ছেন।
তবে মোকাব্বিরের শপথের বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন দলটির একাধিক নেতা।
মোকাব্বির দলের সিদ্ধান্তে শপথ নিচ্ছেন কিনা এমন প্রশ্নে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, 'শপথ নেয়ার ব্যাপারে দলের নিষেধ আছে। দলীয় ফোরামে কোন সিদ্ধান্ত হয়নি। উনি শপথ নিলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'
দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বার্তা২৪.কম-কে বলেন, 'এটা দলীয় সিদ্ধান্ত না। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, অভিলাষ, ব্যক্তিগত খায়েশ। দলের সেক্রেটারি অথরিটি হচ্ছে সাধারণ সম্পাদক। দল থেকে যখন মনোনয়ন নিয়েছে সেখানে মোস্তফা মহসীন মন্টুর স্বাক্ষরিত চিঠিতে নেয়া হয়েছে। সুতরাং সংসদে চিঠি গেলে সেখানেও মন্টুর স্বাক্ষরিত চিঠি হতে হবে। তিনি দলের প্যাড কোথা থেকে চুরি করেছেন তা আমার জানা নেই।'
তিনি আরও বলেন, 'অনেক পত্র-পত্রিকায় ড. কামাল হোসেনের সম্মতিতে শপথ নিচ্ছেন বলে এসেছে। ড. কামাল হোসেন তো দলের মালিক না। সুতরাং তিনি এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাই বিরুদ্ধে দল যথাযথ ব্যবস্থা নেবে।'
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বার্তা২৪.কম-কে বলেন, 'আমার ধারণা দল এটা ক্লিয়ার করেছে। এটা তিনিই (মোকাব্বির) হয়তো বলতে পারবেন। তিনি যাচ্ছেন, বুঝে শুনেই যাচ্ছেন।'
গণফোরামের নির্বাচিত প্রার্থী মোকাব্বির হোসেন খানকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২টায় স্পিকারের সংসদ কার্যালয়ে শপথ বাক্য পড়াবেন বলে বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন স্পিকারের একান্ত সচিব এমএ কামাল বিল্লাহ।
মোকাব্বির হোসেন খান সিলেট-২ আসন থেকে গণফোরামের নির্বাচিত সদস্য। তিনি দলটির উদীয়মান সূর্য প্রতীকে প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।
শপথের বিষয়ে মোকাব্বির বলেন, 'আমি গণফোরামের সিদ্ধান্তেই শপথ নিচ্ছি। আমার পার্টি থেকে বলা হয়েছে, শপথ নিতে। আমি তো বিএনপির প্রার্থী না। তাই তাদের বিষয়ে কিছু জানি না।'