সরকার জাতীয় ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। কিন্তু সরকার (আওয়ামী লীগ) আমাদের এই জাতীয় ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে।’
রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে 'বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দী ও জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা কর' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।
সভায় প্রধান আলোচক হিসেবে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যারা বাকশাল প্রতিষ্ঠার কথা ভাবছে, যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ৩০ ডিসেম্বরের প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার আয়োজন করেছে, তারা দেশনেত্রী খালেদা জিয়াকে ভয় পায়। ভয় পায় এই কারণে যে তিনি বের হয়ে আসলে দেশের জনগণকে আটকে রাখতে পারবে না, প্রতিরোধ করে রাখতে পারবে না।’
তিনি বলেন, ‘বিএনপিকে নিয়ে সরকারের এত চিন্তা, তারা সব সময় শুধু বিএনপি কে নিয়েই কথা বলছে, বিএনপি যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে বিএনপিকে নিয়ে আপনারা এতো কথা বলছেন কেন? বাংলাদেশের মানুষকে সব সময় বোকা বানানো যাবে না। দেশের মানুষ সবসময় লড়াই করে এসেছে তারা তাদের অধিকার আদায় করতে জানে। স্বাধীনতাকে আমাদের উপলব্ধি করতে হবে, শুধু একটি ভূখণ্ড, একটা পতাকা মানেই স্বাধীনতা নয়। এই ভূখণ্ডে যে মানুষগুলো বাস করেছে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তাদের মুক্তিই হচ্ছে স্বাধীনতার প্রধান লক্ষ্য।'
অবিলম্বে খালেদা জিয়াকে হাসপাতালে স্থানান্তর করা দরকার জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আজ তিনি কারাগারে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে বোর্ড গঠন করা হয়েছে সে বোর্ড থেকে জানানো হয়েছে, অবিলম্বে বেগম জিয়াকে হসপিটালে স্থানান্তর করা দরকার। তার চিকিৎসাটা অত্যন্ত বেশি প্রয়োজন। সত্যিকার অর্থে তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ।’
একই আলোচনা সভায় গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, ‘যাদের (খালেদা জিয়া ও অন্যন্য নেতা কর্মীদের) অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে তাদের সবাইকে মুক্ত করা হোক। এ ব্যাপারে দ্বিমতের অবকাশ নেই। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের ঐক্যকে আরও সুসংহত করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।’
আলোচনা সভায় বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন, একই সাথে তার মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলার কথাও বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।