অন্যায়ভাবে বন্দি করে রাখাদের মুক্ত করা হোক: ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন/ ছবি: বার্তা২৪.কম

প্রেসক্লাবে ঐক্যফ্রন্টের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন/ ছবি: বার্তা২৪.কম

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, 'যাদের অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে, তাদের সবাইকে মুক্ত করা হোক। এ ব্যাপারে দ্বিমতের অবকাশ নেই। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের ঐক্যকে আরও সুসংহত করতে হবে।’

রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, 'আমাদের দেশের যে ঐতিহ্য ৭১ আগে থেকে, সব অসম্ভবকে আমরা সম্ভব করেছি। স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছি। তারপর ২০০৮ এ যেভাবে অগ্রসর হয়েছিলাম, এগুলো সব ঐক্যের ফসল।’

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। একই সাথে তার মুক্তির জন্য আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তারা।

বিজ্ঞাপন

বক্তাদের এ সকল বক্তব্যের সাথে একমত পোষণ করে প্রবীণ এই রাজনীতিক বলেন, 'আজকেও আপনাদের মধ্যে যে দাবিগুলো এসেছে, সে দাবিগুলোকে পুরোপুরিভাবে সমর্থন করি এবং মনে করি সবাই ঐক্যবদ্ধ হলে এগুলো অর্জন করতে পারবো।’

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।