বহুতল ভবনগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে: ড. কামাল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ড. কামাল হোসেন / ছবি: বার্তা২৪

ড. কামাল হোসেন / ছবি: বার্তা২৪

অগ্নি দুর্ঘটনা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সারঞ্জাম না থাকায় বহুতল ভবনগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দুপুর ১২ টা ৫২ মিনিটে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের অবস্থিত বহুতল ভবন এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পওয়া পর্যন্ত মারা গেছেন ১৯ জন, আহত হয়েছেন অন্ততপক্ষে ৭০ জন।

বিজ্ঞপ্তিতে হতাহত ও নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘পরিকল্পিত নগরায়ণ, বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রস্তুতি না থাকা এবং ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সারঞ্জাম না থাকায় বহুতল ভবনগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বহুতল ভবনের অগ্নিকাণ্ড মোকাবেলায় সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

বিজ্ঞাপন

এদিকে একই বার্তা পাঠান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।