বিরোধীদলের উপনেতা রওশন এরশাদ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রওশন এরশাদ / ছবি: সংগৃহীত

রওশন এরশাদ / ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে একাদশ সংসদের বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে। এর আগে দশম সংসদে তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন।

রোববার (২৫ মার্চ) সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ সংসদে নতুন সরকার গঠনের পর সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের পত্রের পরিপ্রেক্ষিতে গোলাম মোহাম্মদ কাদেরের পরিবর্তে রওশন এরশাদকে বিরোধীয় দলীয় উপনেতার স্বীকৃতি প্রদান করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

একাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যের রেওয়াজ অনুযায়ী সংসদ নেতার বক্তব্যের আগে বিরোধী দলীয় নেতার পক্ষে সমাপনী বক্তব্য দেন জিএম কাদের। সেদিনই ছিল বিরোধী দলীয় উপনেতা হিসেবে তার প্রথম এবং শেষ বক্তব্য।

বিজ্ঞাপন