জাতীয় পার্টি

জি এম কাদের ‘সম্পূর্ণ ব্যর্থ’, তাই অব্যাহতি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জি এম কাদের, ছবি: সংগৃহীত

জি এম কাদের, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দল পরিচালনা করতে জি এম কাদের সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। দলের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। তিনি দলের মধ্যে বিভেদ তৈরি করছেন। পার্টির জ্যেষ্ঠ নেতারা তার নেতৃত্বে সংগঠন করতে অপারগতা প্রকাশ করেছেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/23/1553279026504.jpg

বিজ্ঞাপন

তবে তিনি পার্টির প্রেসিডিয়াম পদে বহাল থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিরোধী দলীয় উপনেতা হিসাবে তিনি থাকতে পারবেন কি-না, তা জাপার পার্লামেন্টারি পার্টি নির্ধারণ করবে বলেও এতে জানানো হয়েছে।