প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন নোমান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোমান আলি

নোমান আলি

মুলতান টেস্টের সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হ্যাটট্রিক করে রেকর্ড গড়লেন পাকিস্তানি স্পিনার নোমান আলি। পাকিস্তানের টেস্ট ইতিহাসের ৭৩ বছরে প্রথম কোনো স্পিনারের হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। তাতে প্রথমেই ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন ৩৮ বছরের পাক স্পিনিং মাস্টার নোমান আলি। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটকে লেগ বিগোরের ফাঁদে ফেলেন নোমান। ১ম ইনিংসের ১১তম ওভারের প্রথম তিন বলে একে একে সাজঘরে ফেরান ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে।

বিজ্ঞাপন

পাকিস্তানের ক্রিকেট মূলত পেস বোলিং নির্ভর। যে কারণে পাক মুলুকে স্পিনিংয়ে হ্যাটট্রিক সচরাচর দেখা যায় না। আজ নোমান আলির হ্যাটট্রিকের মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটে স্পিনিংয়ের ইতিহাসে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক দেখলে দেশটি।

১৯৭৬ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের অফ স্পিনার পিটার প্যাথেরিক। এরপর ২০০৩ সালে বাংলাদেশের লেগ স্পিনার অলক কাপালি হ্যাটট্রিক করেন পেশোয়ারের আরবাব নিয়াজ স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

২০২০ সালে সর্বশেষ হ্যাটট্রিক দেখা গিয়েছিলো পাকিস্তানের মাটিতে। সেবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সফরকারী বাংলাদেশের বিপক্ষে টানা তিন উইকেট তুলে নেন নাসিম শাহ। আর পাকিস্তানের পেসারদের মধ্যে অন্য চারটি হ্যাটট্রিকের দুটি ওয়াসিম আকরামের। দুটিই ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্য দুটি করেন ২০০০ সালে আবদুর রাজ্জাক ও ২০০২ সালে মোহাম্মদ সামির। এ দুটি ম্যাচেও প্রতিপক্ষ ছিল সেই শ্রীলঙ্কাই।

এদিকে চলতি মাসে আইসিসির টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ছয় উইকেট শিকারের পর নোমান আলী (৭৬১) শীর্ষ দশে উঠে এসেছেন। যেখানে ৯০৮ পয়েন্ট নিয়ে শীর্ষ বোলারের আধিপত্য বজায় রেখেছেন জাসপ্রিত বুমরাহ। তারপরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৮৪১)। ৩ -এ আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (৮৩৭)।