শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের( বিপিএল)।টুর্নামেন্ট আয়োজকদের থেকে শুরু করে,ফ্রাঞ্চাইজিগুলো অপেশাদারিত্ব সবকিছু যেন জেকে বসেছে এবারের আসরে।
আসরের এত বিতর্কিত বিষয়গুলো প্রকাশিত হয়েছে অনেক বিশ্বমিডিয়ায়,হচ্ছে তুমুল সমালোচনা। সবশেষ দুর্বার রাজশাহীর ম্যাচে বিদেশী খেলোয়াড় না খেলা ছাপিয়ে গেছে সব সমালোচনাকেই।
টাকা নিয়ে রাজশাহীর ঝামেলা হচ্ছে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগেই।খেলোয়াড়দের অনুশীলন বয়কট করার মত ঘটনাও ঘটেছে।তবে সবকিছুকে ছাপিয়ে গেছে বোবরারের ঘটনা। টাকা না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেননি কোনো বিদেশী ক্রিকেটার। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে হয়েছে একটি দলকে।
এবার ফ্রাঞ্চাইজিগুলোর অপেশাদারিত্ব নিয়ে কথা বলেছেন ফরচুন বরিশালের ইংলিশ ব্যাটার দাভিদ মালান। বরিশালের ক্রিকেটারদের এই সমস্যা নেই বলে স্বস্তি প্রকাশ করেন মালান।
খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ সেরা মালান বলেন, ‘আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন,মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।’
মালান আরও বলেন,‘আশা করি, সামনে এমন (পারিশ্রমিক সমস্যা) হবে না। এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না।’
খুলনার অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বসিস্টোও কথা বলেছেন পারিশ্রমিক ইস্যু নিয়ে।খুলনা দলের প্রশংসা করে বসিস্টো বলেন,‘এখন পর্যন্ত চুক্তি অনুযায়ী সব কিছু পেয়েছি। শুনতে পাচ্ছি, অন্য দলে কিছু সমস্যা হচ্ছে। অবশ্যই হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।