দরজাই খোলেনি বিরক্ত রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা!
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিতর্কের অন্য নাম হয়েই থাকবে। সবচেয়ে বেশি যারা বিতর্কের জন্ম দিয়েছে সেই দরটি দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি পেয়ে একের পর এক ঘটনার জন্ম দিয়েছে দলটি। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে এমনই জল ঘোলা করেছে যে- সেটা আন্তর্জাতিক খবর হয়েছে। আরও মান হারিয়েছে বিপিএল!
সবশেষ রোববার এই পারিশ্রমিক ইস্যুতেই ম্যাচ বয়কট করেন দরটির বিদেশি ক্রিকেটাররা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো দল একাদশে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নামতে পারবে না। যদিও যৌক্তিক ‘কারণ’ দেখাতে পারলে এ নিয়ম শিথিলযোগ্য। এই সুযোগ কাজে লাগিয়ে মাঠে নামে দুর্বার রাজশাহী। বিপিএল টেকনিক্যাল কমিটি প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়।
এমন কী গতকাল রাতে রংপুর রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচটা ২ রানে জিতে নেয় রাজশাহী। তবে এখনো সেই রেশ রয়ে গেল। ম্যাচ শেষে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ বলেন, ‘দেখুন, রোববার দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখেছি আমরা সব খেলোয়াড়। আমি যতটুকু শুনেছি, টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও রুমে নক করেছে, কিন্তু বিদেশিদের কেউ দরজা খোলেনি। শেষ মুহূর্তে আমরা স্থানীয় প্লেয়াররাই ছিলাম।’
মানে পারিশ্রমিক নিয়ে বিরক্ত বিদেশিরা দরজা খোলেননি। আর তাসকিনরা দরজা খোলে টাকা পেয়ে শেষ মুহূর্তে নামেন মাঠে। তাছাড়া ম্যাচের দিন হুট করে হোটেল বদলও করে রংপুর ফ্রাঞ্চাইজি।
ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ম্যাচের দিন। আমি যতটুকু শুনেছি আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে। পরে ওয়েস্টিনে ছিল। ওয়েস্টিনে সব রুম বুক হয়ে গেছে। পরে আমরা হোটেল পরিবর্তন করেছি। পরিবর্তনের পর ২ ঘণ্টা আগে জানি যে বিদেশি কেউ যাবে না। তখন বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো। অন্তত খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করা হয়েছিল বোর্ড থেকে। পেমেন্ট ব্যাপার না। এটা হয়ে যাবে। তাও তারা আসেনি।’
তবে এমন ঘটনায় অভিযোগের তীর রাজশাহীর মালিকদের দিকেই। শোনা যাচ্ছে বিসিবি তাদের বিরুদ্ধে শক্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে!