ভারতের বিপক্ষে লড়তেই বাংলাদেশের মেয়েরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালেশিয়ায় চলমান অনুর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে আজ রবিবার বাংলাদেশের মেয়েদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ৬৮ রান সংগ্রহ করে সুমাইয়ার দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ খারাপভাবে করে বাংলাদেশের মেয়েরা। রানের খাতা খোলার সঙ্গে সঙ্গে আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনিংয়ে নামা মোছা: ইবা। তার পরে মাঠে নামা সাদিয়া ইসলামও মাঠে বেশীক্ষণ থিতু হতে পারেন নি। ১১ বলে ৫ রান করে ভারতের জি কমোলিনির বলে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এর ৪ বল পরে জশিতার বলে সাজঘরের পথ ধরেন ফাহমিদা ছোয়া। তাতে মাত্র ৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। দলের টপ অর্ডারের বাজে পারেফর্মেন্সের পর সংগ্রহকে বড় করার লক্ষ্যে মাঠে নামা জান্নাতুল মাওয়াও বেশীদুর যেতে পারেন নি। ২০ বলে ১১৪ রান করে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। শেষপর্যন্ত মাঠে একা লড়ে যান দলপতি সুমাইয়া আক্তার । দলের হয়ে সবচেয়ে লম্বা ইনিংস খেলে ২৯ বলে ২১ রানের ইনংস খেলে অপরাজিত থাকেন তিনি। তাতে শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান সংগ্রহ করে । ভারতের হয়ে ৩টি উইকেট তুলে নেন বৈষ্ণভি শর্মা।

বিজ্ঞাপন

জবাবে ৬৯ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ ওভারে জয় তুলে নেয় ভারতের মেয়েরা। ওপেনিংয়ে নামা গঙ্গাদি ত্রিশা ও জি কমলিনির ভালো বোঝাপড়ায় ২ ওভারেই ১৩ রান তুলে নেয় তারা। তবে তৃতীয় ওভারের শুরুতে আনিসা আক্তার সোভার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ৫ বলে ৩ রান করা জি কমলিনি। এরপর ত্রিশাকে সঙ্গ দিতে মাঠে নামেন সারিকা চাল্কে। তবে ৬ ওভারের শেষদিকে হাবিবা পিংকির বলে ৩১ বলে রান করে সাজঘরে ফেরেন ত্রিশা। কিন্তু ফেরার আগেড় দলকে হয়ের বন্দরে নোঙ্গ করে দিয়েছেন তিনি।

তাতে দলীয় রান ৬১ তে ২ উইকেট হারায় ভারতের মেয়েরা। ত্রিশা ফিরলে মাঠে নামা নিকি প্রাসাদের জড়ো ইনিংসে জয় তুলে নেয় ভারত।

বিজ্ঞাপন

এ পর্বে আগামী ২৮ জানূয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন বাংলাদেশের যুবারা।