শুরুটা ভালোই করেছে আফগানিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প কোনো পথ নেই আফগানিস্তানের কাছে। সেই লক্ষ্যে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা ভালোই করেছে আফগানিস্তান। ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৯৩ রান।  

মুম্বাইয়ে এদিন টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা বেশ ভালোই করেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহীম জাদরান। প্রথম কয়েক ওভার একটু দেখেশুনে করলেও পরের দিকে রান তোলার গতি ঠিকই বাড়িয়েছেন দুই আফগান ব্যাটার।

বিজ্ঞাপন

তবে অষ্টম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলে আউট হন ওপেনার গুরবাজ, খেলেন ২০ রানের একটি ইনিংস। তবে এরপরই দলের হাল ধরেন আরেক ওপেনার ইব্রাহীম এবং ডানহাতি ব্যাটার রহমত শাহ। ইতোমধ্যে একটি দারুণ হাফসেঞ্চুরি তুলে ফেলেছেন তিনি।  এখন পর্যন্ত ইব্রাহীম ৫২ রানে এবং রহমত ১৩ রানে অপরাজিত আছেন। 

অজিদের হয়ে এখন পর্যন্ত দিনের একমাত্র উইকেটটি নিয়েছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।