ভুটানের জালে ৫ গোল দিয়ে ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অসুস্থতার কারণে সাবিনা খাতুনকে নিয়ে অনিশ্চয়তা ছিল বাংলাদেশ দলে। নারী সাফের সেমিফাইনালে ভুটানের বিপক্ষে আজ তাকে না পাওয়ার শঙ্কাও ছিল বেশ। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি নেমেছেন মাঠে।

বাংলাদেশ অধিনায়ক প্রথমার্ধে শুধু খেলেনইনি, গোলও করেছেন দুটো। সঙ্গে তহুরা খাতুনের জোড়া গোলে ভর করে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষেই ৫-১ গোলে এগিয়ে গিয়েছে সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

বিজ্ঞাপন

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বাংলাদেশ এগিয়ে গেছে ম্যাচের ৭ মিনিটে। তহুরা খাতুনের পাস থেকে দারুণ এক গোল করে বসেন ঋতুপর্ণা চাকমা। ১৪ মিনিটে শিউলি আজিমের বাড়ানো বলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম গোলের কুশীলব তহুরা।

২৬ মিনিটে সাবিনা পেয়ে যান গোলের দেখা। মনিকা চাকমার বাড়ানো বলটা ছোট বক্সে থেকে জালে জড়ান তিনি।  

৩৪ মিনিটে তহুরা আলো কেড়ে নেন আবার। বাম পায়ের বাঁকানো এক শটে গোলটা করেন তিনি। 

মিনিট দুয়েক পর আবারও গোল করে বসেন সাবিনা। মাঝমাঠে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়ে তিনি চলে যান প্রতিপক্ষ বক্সে, সেখানে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান জালে।

৪০ মিনিটে ভুটান তাদের স্ট্রাইকার দেকি হাজমের গোলে ব্যবধান কমিয়েছে। এরপরও অবশ্য বাংলাদেশ ৫-১ গোলের লিড নিয়ে গেছে বিরতিতে।