জ্যোতির ফিফটিতে মেয়েদের লড়াকু সংগ্রহ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে পুরো ব্যাটিং-অর্ডারই ছিল ছন্দহীন। সেই ম্যাচে হারের পর সিরিজ বাঁচাতে জয়ের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। সেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে তারা।

মিরপুরে টসে জিতে এদিনও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিজ্ঞাপন

শুরু থেকেই বেশ ধীরস্থির থেকে এগোতে থাকেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। শামিমা সুলতানার বদলে একাদশে জায়গা পান মুর্শিদা। তবে জ্বলে উঠল না তার ব্যাট। দলীয় ২১ রানের মাথায় ফিরলেন তিনি। সোবহানা মোস্তারিও টিকলেন না বেশিক্ষণ। ১৬ রান করে নাশরা সান্ধুর লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন তিনি।   

এরপর আরেক ওপেনার ফারজানাকে নিয়ে বুঝেশুনে এগোতে থাকেন অধিনায়ক জ্যোতি। রান ধীর গতিতে উঠলেও উইকেট রাখেন বাঁচিয়ে। ৮৮ বলে ৪০ রানে ফারজানা ফিরলে ভাঙে তাদের ৪৯ রানের জুটি।

বাকি ব্যাটাররা স্কোরবোর্ডে তেমন আহামরি যোগ না করলেও অন্য প্রান্তে থিতু হন জ্যোতি। ৯৯ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ১০৪ বলে তার ৫৪ রানের ইনিংসের ভরে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ প্রায় স্বাগতিকরা।

সাদিয়া ইকবাল ও নাশরা নেন দুটি করে উইকেট।