আসালাঙ্কার সেঞ্চুরি, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন ম্যাচে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে সাকিবের দল। ১৩১ রানের মধ্যেই তুলে নেয় পাঁচ উইকেট। তাতে লঙ্কানরা শঙ্কায় পড়ে যায় বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়া নিয়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশ ২৮০ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়েছে লঙ্কানরা।

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২৭৯ রান জমা করেছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

এদিন বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন শরিফুর। ইনিংসের প্রথম ওভারেই কুসাল পেরেরাকে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি। এরপর অবশ্য পাওয়ার প্লেতে আর কোনো আঘাত হানতে দেননি নিশাঙ্কা ও কুসাল মেন্ডিস। দু’জনে সাবলীল ব্যাট করে বড় সংগ্রহের আভাস দিয়ে যান। তবে তাদের খুব বেশি বাড়তে দেয়নি বাংলাদেশ। লঙ্কান অধিনায়কে ফিরিয়ে ৬১ রানের জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক। এরপর নিশাঙ্কাকে ৪১ রানে ফেরান বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা তানজিম সাকিব। হোঁচট খায় শ্রীলঙ্কা।

চতুর্থ উইকেট জুটিতে লড়াইয়ে ফেরে লঙ্কানরা। সামারাবিক্রমা ও আসালাঙ্কার জুটিতে আসে ৬৩ রান। এরপর ফের জোড়া আঘাত। সামারাবিক্রমাকে ফেরানোর পর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউটের ফাঁদে ফেলেন সাকিব। হেলমেট সমস্যায় নির্ধারিত দুই মিনিটের মধ্যেও ব্যাট করতে পারেননি এই ব্যাটার। ১৩১ রানে পাঁচ উইকেট হারিয়ে সমস্যায় পড়ে লঙ্কানরা।

এরপর ফের জুটি গড়েন আসালাঙ্কা ও ডি সিলভা। দু’জনের জুটিতে লড়াইয়ে ফেরে লঙ্কানরা। ৩৪ রানে মুশফিকের স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে আসালাঙ্কার সঙ্গে ৭৮ রান যোগ করে যান সিলভা। বড় সংগ্রহের ভিত পেয়ে যায় লঙ্কানরা। পরে টেলেন্ডারদের নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন আসালাঙ্কা। তার ১০৫ বলে ১০৮ রানের ইনিংসে নির্ধারিত ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৭৯ রান।