পাওয়ার প্লেতেই তিন উইকেট নেই প্রোটিয়াদের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলকাতায় ভারতের ৩২৭ রানের জবাবে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ফর্মের তুঙ্গে থাকা কুইন্টন ডি কক এদিন ফিরেছেন মাত্র ৫ রানে। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের বলে স্টাম্প ভাঙে তার। সেই ধাক্কা সামাল দিয়ে গিয়ে রয়েসয়ে ব্যাট চালান অধিনায়ক টেম্বা বাভুমা ও রাশি ফন ডার ডুসেন।

তবে উইকেট আগলে রাখতে পারেননি বাভুমা। ১৯ বলে ১১ করে আউট হয়ে চাপ বাড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর তাকে অনুসরণ করেন মার্করামও। পাওয়ার প্লের আগেই তিন উইকেট নেই প্রোটিয়াদের।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেট খরচায় ৩৫ রান। উইকেটে আছেন ডুসেন ও ক্লাসেন।

এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে বিরাট কোহলির রেকর্ড ৪৯ তম সেঞ্চুরি ১০১ ও শ্রেয়াসের ৭৭ ও শেষদিকে জাদেজার ঝোড়ো ২৯ রানে ভর করে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৩২৬ রান জমা করে ভারত।

অবশ্য এর আগেই আগ্রাসী ক্রিকেটে টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দল দুটি। তোলে নিচ্ছে একের পর এক জয়। এবার বিশ্বকাপের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। সঙ্গতকারণেই বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ ম্যাচ এটি। যেখানে চোখ রাখছেন ক্রিকেটপ্রেমীরা।