ফখর ঝড়ে বাধা বৃষ্টি, জয়ের পথে এগিয়ে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্যটা পাহাড়সম। যেই রান তাড়া করে বিশ্বকাপের ইতিহাসে জয়ের রেকর্ড নেই কারোও। তাতে কি; কাউকে না কাউতে তো রেকর্ডটা গড়তে হবে। সেই রেকর্ড গড়ার পণ করেই যেন আজ মাঠে নেমেছেন ফখর জামান। রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন এই ব্যাটার। ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার পর পাকিস্তানকে জয়ের পথে রেখেছেন তিনি।

প্রথম দফায় বৃষ্টির কারণে কমে এসেছে ম্যাচের পরিধি। ৪০২ রানের লক্ষ্যটা এখন ৩৪২। তবে সেটা টপকাতে হবে ৪১ ওভারে। সেখানেও মাঠে নেমে ঝড় তুলেছেন ফখর। পাকিস্তানকে জয়ের পথে রেখেছেন এই ব্যাটার। অপরপ্রান্ত থেকে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বাবার আজম। হাফ সেঞ্চুরির পর আগ্রাসী হয়ে উঠছেন তিনিও।

বিজ্ঞাপন

আর তাতে দ্বিতীয় দফায় ম্যাচ বন্ধ হওয়ার পর ২১ রানে এগিয়ে পাকিস্তান। কোনো কারণে আর ম্যাচ না গড়ালে বৃষ্টি আইনে ম্যাচ জিতে যাবে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ২৫.৩ ওভারে ১ উইকেট খরচায় পাকিস্তানের সংগ্রহ ২০০ রান। ম্যাচ জিততে ৯৩ বলে পাকিস্তানের প্রয়োজন ১৪২ রান। উইকেটে ৬৩ বল থেকে ৬৬ রানে অপরাজিত আছেন বাবর। ৮১ বল থেকে ১২৬ রানে অপরাজিত আছেন ফখর।