বৃষ্টিতে বন্ধ ম্যাচ, খেলা না হলে জিতবে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগে ব্যাট করে পাকিস্তানকে ৪০২ রানের রেকর্ড টার্গেট ছুড়েও স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। কিউইদের ইটের জবাব পাটকেলে দিচ্ছে বাবর আজমের দল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ২১.৩ ওভারে ১ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৬০ রান জমা করেছে পাকিস্তান।

কোনো কারণে এখানেই ম্যাচটি শেষ হলে বৃষ্টি আইনে ম্যাচ জিতে যাবে দলটি। কেননা, হিসেব অনুযায়ী ২১.৩ ওভারে ১৫০ রান করতে হতো পাকিস্তানকে। সেখান থেকে ১০ রান এগিয়ে রয়েছে ফখররা।

বিজ্ঞাপন

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২১.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৬০ রান। ফখর অপরাজিত আছেন ৬৯ বলে ১০৬ রানে। বাবর ৫১ বলে ৪৭ রানে অপরাজিত আছেন।

ব্যাঙ্গালুরুতে নিউজিল্যান্ডের ৪০২ রানের জবাবে আব্দুল্লাহ শফিক মাত্র ৪ রানে ফিরলেও দলকে নির্ভার রেখেছেন ফখর জামান ও বাবর আজম। ৬৭ বলে পাকিস্তানের হয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন ফখর।

চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে যা ফখরের চতুর্থ সেঞ্চুরি। যা নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তার আগে এই রেকর্ডটি ছিল ডেসমন্ড হেইনেস, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং ও বিরাট কোহলির।

এর আগে সেমিফাইনালের রেসে টিকে থাকার কঠিন সমীকরণ মাথায় নিয়েই টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। লক্ষ্য কিউইদের অল্পতে আটকে দিয়ে ৩৫ ওভারের আগেই জয় তোলা। সেই আশার গুরে বালি।

আগে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি ও চোট থেকে ফেরা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানের ইনিংসে রানের পাহাড় গড়েছে কিউইরা। পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জমা করেছে ৪০১ রান। যা বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের রেকর্ড সংগ্রহ। অন্যদিকে যেই রান তাড়া করার রেকর্ড নেই কোনো দলের।