সমালোচনার মুখে লঙ্কান বোর্ড সচিবের পদত্যাগ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। সাত ম্যাচ শেষে লঙ্কানরা জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। বিশ্বকাপে সেমির রেস থেকে বাদ পড়ার সঙ্গে শঙ্কায় পড়ে গেছে দলটির চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও।

এই অবস্থায় দেশটির ক্রিকেট সমর্থকরা কঠোর সমালোচনা করছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের কর্তাদের নিয়ে। সেই সমালোচনার মুখে এবার পদত্যাগ করেছেন এসএলসির সচিব মোহন ডি সিলভা।

বিজ্ঞাপন

পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন সিলভা। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপে লঙ্কানদের এই ভরাডুবির কারণে হওয়া তীব্র সমালোচনা শয়তে না পেরেই দায়িত্ব ছেড়েছেন তিনি।

তাছাড়া দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যুতে দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে এসএলসিকে। বিশেষ করে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ও লঙ্কা প্রিমিয়ার লিগ ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে এসএলসির খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এবার বিশ্বকাপ ভরাডুবির পর ফের মন্ত্রণালয়ের থেকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বোর্ডকে। আর সে কারণেই ডি সিলভার এমন পদত্যাগ বলে ধারণা করা হচ্ছে।