উইলিয়ামসন-রাচিনের ফিফটিতে ইনিংস মাঝেও সাবলীল কিউইরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা তিন ম্যাচ হেরে সেমির সহজ সমীকরণে অনেকটাই জল ঢেলেছে নিউজিল্যান্ড। সেখান থেকে বিনা বাঁধায় শেষ চারে পৌঁছাতে বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে তাদের। সেটিকে মাথায় রেখেই অনেকটার দাপটের সঙ্গেই শুরু করেছে আজকের (শনিবার) ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে ব্যাট করছে কিউই ব্যাটাররা। এগোচ্ছেন বড় সংগ্রহের দিকেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে কেইন উইলিয়ামসনের দল। 

বিজ্ঞাপন

শুরু থেকেই পেসারদের দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। সময় গড়ালে চড়াও হন বোলার ওপর। তবে ইনিংস লম্বা করতে পারেননি কনওয়ে। দলীয় ৬৮ রানের মাথায় হাসান আলীর বলে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। তবে রানের গতি সেখানে থামেনি।

চোট কাটিয়ে যেন মাঠের বাইরে থেকেই সেট হয়ে এসেছেন কেইন উইলিয়ামসন। রাচিনকে এগোচ্ছেন বেশ সাবলীলভাবে। ফিফটির দেখা পেয়েছেন দুজনেই।