২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের এই আসরে তাদের সহ আয়োজক হিসেবে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে অংশগ্রহণ করবে মোট ২০টি দল।

গত আসরের সেরা আটটি দল খেলবে সরাসরি। এছাড়াও আয়োজক হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি দলগুলো আঞ্চলিক বাছাইপর্ব থেকে খেলার যোগ্যতা অর্জন করবে।

বিজ্ঞাপন

সেই আঞ্চলিক বাছাইপর্বেই এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল ও ওমান। এই অঞ্চলের বাছাইপর্বে সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছে দুটি দল। আর তাতেই কাটা হয়ে গেছে ২০২৪ বিশ্বকাপের টিকিট।

সেমিফাইনালে বাহরাইনকে ১০ উইকেটে হারিয়েছে ওমান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে পরাজিত করে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে নেপাল।