টসে জিতে ব্যাটিংয়ে ডাচরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরুটা মলিন হলেও টুর্নামেন্টে বেশ শক্তভাবেই ফিরেছে আফগানরা। যেখানে এর আগে ওয়ানডে বিশ্বকাপের দুই আসর মিলিয়ে জিতেছিল কেবল এক ম্যাচ, সেখানে এবারের আসরের ইতিমধ্যেই তিনটি জয় পেয়েছে দলটি। হারিয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো শক্তিশালী দলদের। আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকারই কথা। প্রথম রাউন্ডে এখনো বাকি তিন ম্যাচ। তাই সেমির আশা ভালোভাবেই দেখছে দলটি। অন্যদিকে ডাচদের আত্মবিশ্বাসের খাতাটা বেশ চওড়া থাকলে এখন থেকে শেষ চারের পথ বেশ দুরূহ। এই দল দুটি আজ মাথে নামছে আসরে নিজেদের সপ্তম ম্যাচে।

লক্ষ্ণৌতে আগে টসে জিতে সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে তারা। বিক্রমজিত সিংয়ের বদলে একাদশে জায়গা পেয়েছেন সাকিব জুলফিকার। অন্যদিকে স্পিন আক্রমণ বাড়াতে আফগানদের একাদশে নাভিন উল হকের পরিবর্তে এসেছেন নূর আহমদ।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভন বিক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজলহক ফারুকি।