সেমি নিশ্চিতে লঙ্কানদের বিপক্ষে ভারত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিক ভারত। ব্যাট-বলে দারুণ ছন্দে আছে রোহিত শর্মার দল। নিজেদের সর্বশেষ ম্যাচে ২২৯ রানের স্বল্প লক্ষ্য দাড় করিয়েও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে শত রানে। দক্ষিণ আফ্রিকার সমান ১২ পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে পয়েন্ট তালিকার দ্বিতীয়ে আছে ভারত। যদিও প্রোটিয়াদের থেকে এক ম্যাচ কম খেলেছে তারা। নিজেদের সপ্তম ম্যাচে ভারতের সামনে আজ শ্রীলঙ্কা। এই ম্যাচে জিতলেই আসরের প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছাবে স্বাগতিকরা।

অন্যদিকে টুর্নামেন্টের এই পর্যায়ে মোটেও সুবিধাজনক অবস্থানে নেই শ্রীলঙ্কা। শুরুর তিন ম্যাচের হারার পর টানা দুই ম্যাচে সেমির আশা কিছুটা জাগিয়েছিল দলটি। তবে তাদের সর্বশেষ ম্যাচে আফগানদের কাছে একরকম একপেশে ভাবেই হেরেছে তারা। সেই হারে সেমির রাস্তা ফের হয়েছে দুরূহ। আজকের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, যারা আসরে এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচ। তাদের বিপক্ষে জয়ে ফিরতে এবং সেমির আশা জিইয়ে রাখতে দলীয় পারফর্মের বিকল্প কিছু নেই।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে লঙ্কানদের সর্বশেষ দেখা মোটেও সুখকর নয়। গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনালে কেবল ৫০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

দল দুটি আজ মাঠে নামছে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।