বাংলাদেশকে ধসিয়ে শীর্ষে শাহিন

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সবশেষ ম্যাচেই পেসে বাংলাদেশকে নাকাল করে ছেড়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৯ ওভার হাত ঘুরিয়ে ২১ রান খরচায় তুলেছেন ৩ উইকেট। পাকিস্তানকে সেমির রেসে টিকিয়ে রাখার ম্যাচে কীর্তি গড়েছেন আরও। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন শাহিন। ৫১ তম ইনিংসে তার এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন মিচেল স্টার্ককে।

এমন দাপুটে পারফরম্যান্সের পরদিনই শাহিন পেলেন নতুন এক খবর। আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এখন তিনি। শীর্ষস্থান পেতে এক লাফে ৭ ধাপ এগিয়েছেন শাহিন।

বিজ্ঞাপন

তাকে জায়গা ছেড়ে দিতে হয়েছে অজি তারকা পেসার জশ হ্যাজেলউডকে। তালিকার দুই নাম্বারে এখন তিনি। পরের অবস্থানে রয়েছেন মোহাম্মদ সিরাজ। দারুণ পারফর্ম করে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা ছাড়াও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পথে রয়েছেন ২৩ বছর বয়সী এই তরুণ। টুর্নামেন্টে অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ১৬ উইকেট শিকার করে রয়েছেন সবার উপরে।

তিনি ছাড়াও তার দলের তারকা ব্যাটার বাবর আজম আছেন ব্যাটারদের তালিকার সবার ওপরে। তবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি যথারীতি দখল করে আছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।