গলফ খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার ম্যাক্সওয়েল

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুঃসময় কাটিয়ে ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। সবশেষ চার ম্যাচের চারটিতেই জয় তুলে সেমিফাইনালের পথে এগিয়ে যাচ্ছে দলটি। অজিদের সেমির পথে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছিলেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সামনের ম্যাচগুলোতেও তার ব্যাটে বড় স্বপ্ন অজিদের। তবে তার আগেই ঘটল বিপত্তি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে গলফ খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অজি অলরাউন্ডার।

ম্যাক্সওয়েলের চোট ঠিক কতটা গুরুত্বর বা কোথায় আঘাত পেয়েছেন তিনি, সে ব্যাপারে কিছু নিশ্চিত করে জানা না গেলেও বলা হচ্ছে আগামী ৬ থেকে ৮ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। আর এ সময়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। তার জায়গায় দলে ফিরতে পারেন মার্কাস স্টয়নিস কিংবা ক্যামেরুন গ্রিনের যে কেউ।

বিজ্ঞাপন

চলতি টুর্নামেন্টে ম্যাক্সওয়েলের শুরুটা ভালো না হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই অজি তারকা। বল হাতেও নিয়মিত রাখছেন কার্যকর ভূমিকা। অ্যাডাম জাম্পার সাথে স্পিনে অজিদের মূল ভরসার জায়গাও তিনি। তাই ইংল্যান্ডের বিপক্ষে তাকে না পাওয়াটা অজিদের জন্য কিছুটা সমস্যার তো বটেই।

তবে ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে না খেললেও, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরবেন তিনি।