রিয়াদের ব্যাটে লড়ছে বাংলাদেশ; তুলে নিয়েছেন ফিফটি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা শোচনীয় হলেও ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু ঠিকই আছেন দারুণ ছন্দে। এমনকি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। একই আজ পাকিস্তানের বিপক্ষেও দলের বিপদে হাল ধরেছেন রিয়াদ। হাঁকিয়েছেন অর্ধশতক। যার সুবাদে, শুরুর দিকের চাপ অনেকটাই সামাল দিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান।  

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই তিন টপ অর্ডার ব্যাটারের উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন দুই ডানহাতি ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস। তারা দুইজনে মিলে গড়েন ৭৯ রানের এক দারুণ জুটি। দলীয় ১০২ রানে আউট হন লিটন (৪৫)। কিন্তু উইকেটের আরেক প্রান্তে ঠিকই আছেন রিয়াদ। ইতোমধ্যে তুলে নিয়েছেন নিজের ফিফটিও তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। রিয়াদ ৫৬ রানে এবং সাকিব ১২ রানে অপরাজিত আছেন । 

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি।