টসে জিতে ব্যাটিংয়ে সাকিবরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেমির আশা আগেই শেষ। টানা পাঁচ ম্যাচ হারেই যা হয়ে গেছে নির্ধারণ। নিজেদের সর্বশেষ ম্যাচে ডাচদের কাছে লজ্জাজনকভাবে হেরেছে সাকিবরা। এতকিছুর পর আত্মবিশ্বাস দুমড়ে মুচড়ে যাবারই কথা।

এমন অবস্থায় সাকিবদের সামনে আরেক ধাক্কা। টুর্নামেন্টের মাঝপথে আইসিসি জানায় এই আসরের শীর্ষ আট দল খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মূল পর্বে। ছয় ম্যাচে কেবল একটিতে জিতে সাকিবদের অবস্থান তালিকার নয়ে। শীর্ষে আটে পৌঁছাতে তাই জয়ের ধারায় ফেরার বিকল্প নেই। অন্যদিকে ছয় ম্যাচে কেবল দুটিতে জয়ে পাকিস্তানের অবস্থাও নাজেহাল। সেমির আশা এখনো ফুরাইনি, যদিও তা ক্ষীণ। সবগুলো ম্যাচ জিততে হবে এবং রান রেটের মারপ্যাঁচ এড়াতে ব্যবধান রাখতে হবে বড়। দল দুটি আজ মাঠে নামছে নিজেদের সপ্তম ম্যাচে।

বিজ্ঞাপন

কলকাতার ইডেন গার্ডেনসে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শেখ মাহেদী হাসানের পরিবর্তে একাদশে ফিরলেন তাওহীদ হৃদয়। অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে তিন পরিবর্তন।  ইমাম-উল-হক, শাদাব খানও মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে একাদশে ফিরেছেন ফখর জামান, আঘা সালমান ও উসামা মীর। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।