বাংলাদেশকে সমীহ পাকিস্তান কোচের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ হারার পরই। লক্ষ্যটা তাই এখন শেষ তিনটি ম্যাচ জিতে টেবিলের সাতের মধ্যে থেকে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করে। সে পথে কাল বাংলাদেশের বাধা পাকিস্তান। বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের দলেরও। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ জয়ের পর থেকে হারের বৃত্তে আটকা পড়ে আছে পাকিস্তান।

এরপরও দলটির লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখা। সেই লক্ষ্যে নতুন করে আর ভুল করতে চায় না পাকিস্তান; বাংলাদেশ ম্যাচের আগে এমনটিই জানিয়েছেন দলটির প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন।

বিজ্ঞাপন

নিজেদের সেরা ক্রিকেট খেলেই বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান এমনটাই জানিয়েছেন ব্র্যাডবার্ন, ‘এই টুর্নামেন্টে ১০টি দলই যোগ্যতাসম্পন্ন। যেকোনো দলকে হারাতেই আমাদের ভালো খেলতে হবে। তিন বিভাগে উন্নতি করতে পারলে আমরা এই টুর্নামেন্টে যেকোনো দলকে হারাতে পারব।’

টুর্নামেন্টে ছন্নছাড়া পারফর্ম করলেও বাংলাদেশকে সমীহ করছেন ব্র্যাডবার্ন, ‘আমরা বাংলাদেশকে অনেক সমীহ করি। দলটিতে অনেক ভালো মানের ক্রিকেটাররা রয়েছেন। আমরা তাদের শক্তির জায়গাগুলো যেমন জানি তেমনি দুর্বলতাগুলো বের করে আনতেও কাজ করেছি। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতিই নিয়েছি।’

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই পাকিস্তানের বিপক্ষে জয় পেতে চাইবে বাংলাদেশ। আর সেকারণেই পূর্ণ হোমওয়ার্কটাও করে রাখছেন ব্র্যাডবার্ন, ‘আমরা বাংলাদেশকে ভালো করেই জানি। এশিয়া কাপেও তাদের বিপক্ষে খেলেছি, আগেও খেলেছি। হোমওয়ার্কও করেছি তাদের নিয়ে। কেবল এই ম্যাচ নয় আগামী তিন ম্যাচেই আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’