চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না; এখনই অবসর নেবেন সাকিব?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এক প্রেস কনফারেন্সে বর্তমান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবেন সাকিব। কিন্তু চলতি বিশ্বকাপে ভরাডুবির কারণে এবার শঙ্কায় পড়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণের।

কারণ, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ছাড়া পয়েন্ট টেবিলের সেরা ৭ দল খেলতে পারবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেক্ষেত্রে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান ৮ নম্বরে। তাহলে কি ২০২৫ সালের আগেই অবসরে যাবেন সাকিব? 

বিজ্ঞাপন

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৮ দল নিয়ে, এটা আগেই জানিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে কিসের ভিত্তিতে নির্বাচন করা হবে এই ৮ দল, তা নিয়ে এতদিন কিছুই জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

তবে এবার বিশ্বকাপের মাঝপথেই আইসিসির এক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। যেখানে বলা হয়েছে, চলতি বিশ্বকাপের সেরা ৮ দলই অংশগ্রহণ করতে পারবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। 

এমনটা হলে, বিশ্বকাপে নিজেদের শেষ ৩ ম্যাচের মধ্যে দুটিতেই জিততে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে।