বিশ্বকাপে টিকে থাকতে ইংল্যান্ডের চায় ২৩০

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রোহিত-রাহুলের ব্যাটে শুরুর ধাক্কা বেশ ভালোই সামলে নিয়েছিল ভারত। ৪০ রানে তিন উইকেট হারানো ভারতকে চতুর্থ উইকেট জুটিতে ৯১ রান এনে দিয়েছিলেন দু’জনে। ইংল্যান্ডের পেস আগ্রাসনের বিপরীতে শুরুতে রয়েসয়ে উইকেটে সেট হওয়ার পর যখন খোলস ছেড়ে বের হচ্ছিলেন, তখনই বাধে বিপত্তি। ৩৯ রানে রাহুলের পর ৮৭ রানে ফিরে যান রোহিতও।

১৮৭ রানে সাত উইকেট হারায় ভারত। শঙ্কা জাগে দুই’শ পার করা নিয়ে। সেই শঙ্কা অবশ্য দূর করেন সূর্যকুমার যাদব। টেলেন্ডারদের নিয়ে লড়াই করে নড়বড়ে ইংল্যান্ডকে ২৩০ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে ভারত। সূর্যর ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান।

বিজ্ঞাপন

লক্ষ্ণৌয়ে বিশ্বকাপের ষষ্ট ম্যাচে এদিন টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ধুঁকছিল ভারত। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় দলটি। শুভমান গিলের উইকেট ভেঙে দেন ক্রিস ওকস। এরপর বিরাট কোহলিকেও উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি উইলি। কোহলিকে সাজঘরে ফেরান রানের খাতা খুলার আগেই।

এরপর শ্রেয়াসের উইকেট তুলে নেন ওকস। দলীয় ৪০ রানের মাথায় তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় ভারত। এর পরের গল্পটা অবশ্য নিজেদের করে নিচ্ছিল ভারত। রোহিত-রাহুলের ব্যাটে শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল দলটি। তবে সেই স্বপ্ন ভাঙে আদিল রশিদকে উড়িয়ে মারতে গিয়ে রোহিত ফিরলে। আউট হওয়ার আগে ১০১ বলে ৩ ছয় ও ১০ চারে ৮৭ রান আসে তার ব্যাট থেকে।

এরপর সূর্য একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তে সঙ্গ পাচ্ছিলেন না তিনি। জাদেজার পর দ্রুতই শামি ফিরলে শঙ্কা জাগে দুই’শর মধ্যে অলআউট হওয়া নিয়ে। তবে সেই শঙ্কা দূর হয় সূর্যের ব্যাটে। দলকে স্কোরবোর্ডে লড়াই করার অবস্থানে দাঁড় করিয়ে রেখে আসেন সূর্য। ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ২২৯ রানে। ডেভিড উইলির শিকার ৩ উইকেট।