রোহিতের ব্যাটে স্বপ্ন বুনছে ভারত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেমিফাইনালের রেসে টিকে থাকার ম্যাচে ফিল্ডিং করতে নেমে ইংলিশদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ৪০ রানেই ভারতের তিন টপ অর্ডারকে সাজঘরের পথ ধরিয়েছিল ইংলিশ পেসাররা। তবে কেএল রাহুলকে নিয়ে সেই চাপ অবশ্য বেশ ভালোই সামলে নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে কিছুটা রয়েসয়ে ব্যাট করলেও সময়ের সঙ্গে ভয়ঙ্কর হচ্ছিলেন দু’জনেই। তবে টানতে পারেননি রাহুল। ফেরেন ৩৯ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেট খরচায় ১৩১ রান। কেএল রাহুলকে হারানোর পর সূর্যকুমার যাদবকে নিয়ে বিশ্বকাপে রেকর্ড অষ্টম সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা।

বিজ্ঞাপন

এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ধুঁকছিল ভারত। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় দলটি। শুভমান গিলের উইকেট ভেঙে দেন ক্রিস ওকস। এরপর বিরাট কোহলিকেও উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি উইলি। কোহলিকে সাজঘরে ফেরান রানের খাতা খুলার আগেই। এরপর শ্রেয়াসের উইকেট তুলে নেন ওকস। দলীয় ৪০ রানের মাথায় তিন টপ অর্ডার ব্যাটারকে হারায় ভারত। এর পরের গল্পটা অবশ্য নিজেদের করে নিচ্ছে ভারত। রোহিতের ব্যাটে শুরুর ধাক্কা সামলে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে দলটি।

এর আগে বিশ্বকাপে নিজেদের ষষ্ট ম্যাচে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। দু’দলের একাদশে নেই কোনো পরিবর্তন।