টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসরে এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিক ভারত। নিজেদের পাঁচ ম্যাচে জিতেছে সবগুলোতেই। দারুণ ছন্দে আছে দলের বেশিরভাগ ক্রিকেটারই। সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে রোহিত শর্মার দলের। হাতে এখনো চার ম্যাচ। তবে ইতিমধ্যেই শেষ চারের জায়গা অনেকটাই পাকাপোক্ত করে ফেলেছে তারা।

অন্যদিকে ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আছে তালিকা একদম তলানিতে। দলে একাধিক তারকা খেলোয়াড়, সঙ্গে সাদা বলে দুই ফরম্যাটেরই বর্তমান চ্যাম্পিয়ন, এসবের সঙ্গে বাটলারদের চলমান ফর্ম যেন বড্ড বেমানান। বল-ব্যাট দুইয়েই এখন নিষ্প্রভ দলটি। সেমির পর বেশ কঠিন হলেও, আশা এখনো পুরোটা ফুরাইনি। নিজেদের সর্বোচ্চ দেয়ার সঙ্গে ভাগ্যের চাকাও সচল চাইবে ইংলিশরা। অন্যদিকে অপরাজিতের তকমা চলমান রাখতে নিজেদের আরও বেশি শক্তভাবে জানান দিতে প্রস্তুত ভারত। দল দুটি আজ মাঠে নামছে নিজেদের ষষ্ঠ ম্যাচে।

বিজ্ঞাপন

লক্ষ্ণৌতে আসরের ২৯তম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুই দলেই মাঠে নামছে তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে। 

ভারত একাদশ: রোহিত শার্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।