দ. আফ্রিকার সামনে বাবরদের লড়াকু সংগ্রহ

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ম্যাচে একাধিকবার চাপে পড়েও অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিল ফিফটিতে প্রোটিয়াদের বিপক্ষে ২৭০ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে পাকিস্তান। সেমির আশা বাঁচিয়ে রাখতে দ্রুতই দলটিকে ফিরতে হবে জয়ের ধারায়। দক্ষিণ আফ্রিকার বর্তমান ফর্ম বিবেচনায় এমন লক্ষ্য যথেষ্ট না হলেও, মোটে সামান্যও নয়।

চেন্নাইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে শুরুটা হয়নি যথার্থ। দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে দলটি। দলীয় ২০ রানের মাথায় মার্কো ইয়ানসেনের বলে বড় শট খেলতে গিয়ে লুঙ্গি এঙ্গিদির হাতে ধরা পড়েন আবদুল্লাহ শফিক। নিজের পরের ওভারেই আরেক ওপেনার ইমাম-উল-হককেও ফেরান ইয়ানসেন।

বিজ্ঞাপন

দলীয় ৩৮ রানের ২ উইকেট হারানোর পর উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান আহমেদ নিয়ে দেখেশুনে খেলতে থাকেন অধিনায়ক বাবর। রানও আসছিল দ্রুত। তবে এবার সেখানে বাধা দেন জেরাল্ড কুটসিয়া। দলীয় ৮৬ রানের মাথায় ফেরান উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানকে।

তবে উইকেট বাঁচিয়ে এগোতে থাকেন বাবর। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইফতিখার (২১)। দলীয় ১২৯ রানের মাথায় ফেরেন তাবব্রিজ শামসির বলে। ফিফটি তুলে নিয়ে শামসির পরের ওভারে ফেরেন বাবরও। স্কোরবোর্ডে তখন ৫ উইকেটে ১৪১ রান। শঙ্কা জাগে অল্পেই গুটিয়ে যাবে দল। তবে সৌদ শাকিলকে নিয়ে সেবারের চাপ সামাল দেন শাদাব। গড়েন ৮৪ রানের সময় উপযোগী এক জুটি।

দলীয় ২২৫ রানের মাথায় কুটসিয়ার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শাদাব। ৩৬ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ফিফটি তুলে নিয়ে ব্যক্তিগত ৫২ রানে ফেরেন শাকিলও। বাকি ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মধ্যেই। শেষ পর্যন্ত ৪৬ ওভার ৪ বলে ২৭০ রানে থামে পাকিস্তান। 

শামসি নেন চারটি উইকেট। ইয়ানসেন নেন তিন উইকেট ও কুটসিয়া নেন দুটি।