বিশ্বকাপ জিতলেই কেবল ক্ষমা পাবেন বাবর

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানদের বিপক্ষে হারের পর থেকেই সমালোচিত হচ্ছে পাকিস্তান। বাবার আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির সাবেক ক্রিকেটার ও ভক্তরা। অনেকেই দলে মিস করছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে। বিশ্বকাপ দলে ইমাদকে না রাখায় বাবরের ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও।

এসব নিয়েই পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’- তে কথা বলেছেন ইমাদ ওয়াসিম। বাবরের বিরুদ্ধে তাকে বাদ দেওয়ার অভিযোগ নিয়ে ইমাদ বলেন, ‘বাবর আজম যদি আমাদের বিশ্বকাপ জেতাতে পারেন তবেই তাকে পুরো জাতি ক্ষমা করবে। এটা আমার কাছে ক্ষমা চাওয়ার বিষয় নয়, এটা তখনই হবে যখন তার নেতৃত্বে দল টুর্নামেন্ট জিততে পারবে।’

বিজ্ঞাপন

এর আগে সবশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান যে বিপদে পড়ে গেছে সেটা স্বীকার করে নিয়েছেন বাবর আজমও। তখন তিনি বলেন, ‘এই হার দল হিসেবে আমাদের আঘাত করেছে।’

তবে সেই ধাক্কা অনেকটাই সামলে উঠতে পারে দলটি। তবে তার জন্য আজ দলটিকে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে কেমন করে দলটি; তা দেখতেই মুখিয়ে দলটির সমর্থকরা।