শুরু থেকেই সাবলীল অজিরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিল্লিতে নিজেদের পঞ্চম ম্যাচে ডাচদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই রানের চাকা সচল রেখে এগোচ্ছে অজিরা। তবে পাঁচবারের চ্যাম্পিয়ন দলকে শুরুতেই ধাক্কা দেয় নেদারল্যান্ডস। তবে পিচের বর্তমান অপরাজিত দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ সেই সামলে এগোচ্ছেন বেশ সাবলীলভাবেই। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে প্যাট কামিন্সের দল। ওয়ার্নার অপরাজিত আছেন ৩১ রানে। অপর প্রান্তে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা স্মিথ অপরাজিত আছেন ৪৫ রানে। 

শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মার্শকে এদিন থিতু হতে দিলেন না লোগান ভন বিক। ১৫ বলে ৯ রানের স্বল্পদৈর্ঘ্যের এক ইনিংস খেলে ফেরেন মার্শকে।

বিজ্ঞাপন

দলীয় শক্তি ও অভিজ্ঞতার ভিত্তিতে অনেকটাই এগিয়ে আছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। শুরু দুই ম্যাচ হারার পর দুই ম্যাচে জিতে আসরে বেশ শক্তভাবেই ফিরেছে তারা। তবে ডাচদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না অজিরা। আসরের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকার কাছে যেখানে তারা পাত্তাই পায়নি, সেই দলকে অনেকটা দাপটের সঙ্গেই হারিয়ে অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস।