টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শক্তির বিচারে অজিদের চেয়ে ঢের পিছিয়ে থাকলেও চমক দিতে মরিয়া ডাচরা।

দিল্লিতে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি এই দুই দল। সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত রাখতেই মাঠে নামছে অজিরা। দলীয় শক্তি ও অভিজ্ঞতার ভিত্তিতে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপরদিকে এবারের আসরে আরও একটি অঘটন ঘটাতেই চাইবে নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

ইতিহাসে দুইবারের দেখায় দুইবারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০০৩ ও ২০০৭ এর পর আজ আবারও বহু বছর পর মুখোমুখি হচ্ছে তারা। জয়ের ধারা অব্যাহতই রাখতে চাইবে অজিরা। কিন্তু এবারের আসরের অন্যতম পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া নেদারল্যান্ডস আজও ওরকম কিছু করে বসে কিনা তা দেখতে অপেক্ষায় আছে বিশ্ব ক্রিকেট।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা।


নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন