ডি ককের সেঞ্চুরিতে বড় লক্ষ্যের পথে প্রোটিয়ারা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরুতে ব্যাট হাতে কিছুটা নিষ্প্রভ ছিল দক্ষিণ আফ্রিকা। আশঙ্কা দেখা দিয়েছিল সাকিবদের বিপক্ষে হয়তো স্বল্প রানেই থামবে তারা। তবে কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের ১২১ রানের জুটিতে কেটেছে সেই শঙ্কা। পরক্ষণে ডি ককের সেঞ্চুরিতে চড়ে আরও একটি বড় সংগ্রহের পথেই এগোচ্ছে প্রোটিয়ারা।

শেষ পর্যন্ত ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে মার্করামের দল।

বিজ্ঞাপন

মুম্বাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। দলীয় ৩৩ রানের মাথায় ওপেনার রিজা হেন্ডরিক্সকে (১২) বোল্ড করে ফেরান পেসার শরিফুল ইসলাম। পরের ওভারেই রাসসি ফন ডার ডুসেনকে (১) লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান মেহেদী হাসান মিরাজ।

তবে সময় গড়ালে সাকিবদের অপর চড়াও হন প্রোটিয়ারা। দলীয় ১৬৭ রানের মাথায় সাকিব আল হাসানের বলে ফেরেন মার্করাম (৬০)। তবে থামেননি ডি কক। ১০১ বলে আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন ১১৭ রানে। আরেক প্রান্তে হেনরিখ ক্লাসেন ব্যাট করছেন ৪০ রানে।