শুরুর ধাক্কা সামলে ভয়ঙ্কর হচ্ছে প্রোটিয়ারা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টুর্নামেন্টে ব্যাট হাতে এক অন্য মাত্রার আগ্রাসনের জানান দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিধ্বংসী ব্যাটিংয়ের ভরেই চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। সেমির পথ সহজ করতে নিজেদের পঞ্চম ম্যাচে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে দলটি।

শুরুতেই প্রোটিয়াদের চাপে ফেলে সাকিব আল হাসানের দল। পাওয়ারপ্লেতেই দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখায় তারা। তবে সময় গড়ালে থিতু হতে থাকেন দুই অপরাজিত ব্যাটার কুইন্টন ডি কক ও এইডেন মার্করাম। ডি ককের ফিফটিতে চাপ অনেকটাই কাটিয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভার শেষ ২ উইকেট হারিয়ে ৯৯ রান করেছে তারা। 

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার ডি কক ও রিজা হেন্ডরিক্স। তবে তাদের থিতু হতে দেন না পেসার শরিফুল ইসলাম। বোল্ড করে ফেরান রিজা হেন্ডরিক্সকে। পরের ওভারেই রাসসি ফন ডার ডুসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ফেরান মেহেদী হাসান মিরাজ। 

তবে অধিনায়ক মার্করামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে এগোচ্ছেন ডি কক। ফিফটি তুলে নিয়ে অপরাজিত আছেন ৫৯ রানে।