বিশ্বকাপ শেষ টপলির, এক্স ফ্যাক্টরের খোঁজে ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বিশ্বকাপের সেমিফাইনালের রেস অনেকটাই কঠিন হয়ে গেছে ইংল্যান্ডের। সেই ধাক্কা কাটিয়ে উঠার আগেই ফের নতুন করে ধাক্কা খেয়েছে দলটি। জানা গেছে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া পেসার রিস টপলিকে বিশ্বকাপে আর পাচ্ছে না ইংল্যান্ড।

তার জায়গায় ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে কার; প্রশ্ন ছিল এমন। যদিও সেটা এখনও ঠিক করতে পারেনি দলটি। তবে টপলির বদলি যে একজন ‘এক্স ফ্যাক্টরের’ খোঁজে রয়েছে দল, সেটি জানিয়েছেন দলটির কোচ ম্যাথিউ মট।

বিজ্ঞাপন

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল দলের সঙ্গে ভ্রমণ রিজার্ভ হিসেবে থাকা পেসার জোফরা আর্চার হবেন টপলির বিকল্প। তবে সেটা যে হচ্ছে না জানিয়ে দিয়েছেন মট, ‘তিনি এই বিশ্বকাপের শেষের দিকে কোনও ভূমিকা পালন করতে পারবেন না। তাই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

টপলির জায়গায় কাকে বিবেচনা করছে ইংল্যান্ড এমন প্রশ্নে মট বলেন, ‘আমাদের এটা নিয়ে বসতে হবে এবং আমাদের আসন্ন গেমগুলির দিকে নজর দিতে হবে। যদি কোনও এক্স-ফ্যাক্টর প্লেয়ার থাকে তবে আমরা দেখতে পারি...।’