বাজেটে আয়-ব্যয়ের ভারসাম্য নেই: গণদল
গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেছেন, `বিশাল বাজেট, কিন্তু তা কখনোই গণমানুষের কল্যাণ বয়ে আনবে না। আয়-ব্যয়ের ভারসাম্য নেই। এর চাপ পড়বে সাধারণ মানুষের উপর।'
শরিবার (১৫ জুন) রাজধানীর মৌচাকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেটোত্তর যৌথসভায় তিনি এসব কথা বলেন।
ঐক্যফ্রন্ট নেতা গোলাম মাওলা বলেন, ‘ফের করের বোঝা বাড়ানো হয়েছে। ভ্যাট আইনে নতুন সংযোজন আনা হয়েছে। ভ্যাট আদায়ে নিশ্চয়তা নেই। মধ্যম ও নিম্ন পর্যায়ের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ভ্যাটের চাপ নিতে হবে বেশি। এতে করে নতুন উদ্যোক্তারা পিছিয়ে পড়বে।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে, অথচ ১৩ জুন বাজেটে উপস্থাপনের পরপরই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে গেছে। কর আরোপ করে নিত্য প্রয়োজনীয় পণ্য- চিনি, ভোজ্য তেল, গুড়ো দুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে। যা জনগণের জীবন-যাপনে বড় ধরনের আঘাত আনবে। কৃষক দেশের প্রাণ। তাদের বাঁচাতে ধান ক্রয়সহ অন্যান্য ক্ষেত্রে প্রণোদনা নেই।’
তিনি বলেন, ‘মোবাইল ফোন এখন আর বিলাসিতা নয়। এটি যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই মোবাইল ফোনে কথা বলার উপর আরোপিত শুল্ক কর জনগণের পকেট কাটা ছাড়া আর কিছুই নয়।’
মাওলা চৌধুরী বলেন, ‘সরকার ডিজিটাল উন্নয়নের কথা বলছেন, অথচ আইসিটি সেক্টরে ব্যবহৃত আইটেম সমূহে কর বৃদ্ধি করা হয়েছে। এ খাতে ধীরে ধীরে তরুণ প্রজন্ম ঝুঁকছে। বাড়ছে উদ্যোক্তা। কর আরোপের ফলে বাধাগ্রস্ত হবে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বন্ধ হবে দেশি-বিদেশি বিনিয়োগ।’
ফের ব্যাং.ক থেকে ঋণ বিরাজমান সংকটকে আরও ঘনীভূত করবে। এছাড়া কঠিন শর্তসহ বিদেশি ঋণ দেওয়া হয়। এসব ঋণের বোঝা বেশ ভারী হয়। ভবিষ্যতে এ ধরনের ঋণ দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ জন্য সরকারকে সর্তক পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘মাথাপিচু আয় বেড়েছে দু’হাজার ডলার। কিন্তু ঋণের বোঝা বাড়ছে। আগামীকাল যে শিশুটি জন্ম নেবে, সে ৭০ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে পৃথিবীতে আসবে।’
যৌথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আবু সৈয়দ, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, যুগ্ম মহাসচিব নুরুল কাদের চৌধুরী, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, মাওলানা নুরুল কাদের সিদ্দিকী, অ্যাড. মিজান, ডা. এনামুল হক, তাইফুর নাহার রোজি প্রমুখ।