ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম কাদের সিদ্দিকীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবীর কাদের সিদ্দিকী/ ছবি: সংগৃহীত

বঙ্গবীর কাদের সিদ্দিকী/ ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের নানা অসঙ্গতির কথা তুলে ধরে তা সংশোধনের জন্য এক মাস সময় বেঁধে দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। এর মধ্যে এসব অসঙ্গতি দূর করা না হলে আগামী ৮ জুন ঐক্যফ্রন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।

বিজ্ঞাপন

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘ঐক্যফ্রন্টের অসঙ্গতি নিয়ে শীর্ষ নেতা ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না ও মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে আগে কথা বলেছি। তাদেরকে ঐক্যফ্রন্টের অসঙ্গতিগুলো জানিয়েছি।’

তিনি বলেন, ‘নির্বাচন প্রত্যাখ্যান করার পরও গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিলে তাকে বহিষ্কার করা হয়। মোকাব্বি খান শপথ নিলে ড. কামাল হোসেন তাকে গেট আউট বলেন। পরে দেখা যায়, মোকাব্বির গণফোরামের বিশেষ সভায় উপস্থিত।’

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপির নির্বাচিত ছয় জনের মধ্যে যখন একজন শপথ নিলেন, তখন তাকে বহিষ্কার করা হলো। পরবর্তীতে চার জন যখন শপথ নিলেন তাদের স্বাগত জানানো হলো। আবার মির্জা ফখরুল শপথ নেওয়া থেকে বিরত থাকলেন।’

‘ঐক্যফ্রন্টের এসব কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। মানুষ এসব বিষয়ে জানতে চাইলে আমরা জবাব দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্ট গঠনের পরবর্তী পর্যায়ে সঠিকভাবে পরিচালনা করা যায়নি, বিশেষ করে নির্বাচন প্রত্যাখ্যান ও সেই ফ্রন্টের সাত জন কারও সঙ্গে আলোচনা না করে শপথ নেওয়ার বিষয়ে জোটের নেতাদের সাথে কথা হয়েছে। এর প্রেক্ষিতে জোটকে এক মাস সময় দিয়েছি।’

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার সহ কেন্দ্রীয় নেতারা।