৮০ বছরের এক বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে আইইডিসিআরের অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন করে দেশে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন। ৮০ বছরের এক বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত মোট ১৯ জন সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে একজন চিকিৎসা কর্মী ও নার্স রয়েছেন। এছাড়া আর একজনের বয়স ৬০ বছরের বেশি যিনি সুস্থ হয়েছেন। 

করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে তিনি আরও বলেন, কাশি শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধুবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও যাওয়া থেকে বিরত থাকুন।

আইইডিসিআর'র পরিচালক ফ্লোরা বলেন, আমাদের মনে রাখতে হবে এখন ডেঙ্গু শুরু হওয়ার পূর্ব সময়। বাড়ির আশপাশের এলাকা যেন আমরা পরিষ্কার করি। এডিস মশা যেন বংশবৃদ্ধি না করতে পারে। আমরা করোনার কথা চিন্তা করে ডেঙ্গু বা অন্যসব সমস্যার কথা যেন ভুলে না যায়। আমাদের সব সমস্যার দিকে নজর রাখতে হবে।