২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৩, শনাক্তের হার বেড়ে ৬.২৭ শতাংশ

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৩, শনাক্তের হার বেড়ে ৬.২৭ শতাংশ

২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৩, শনাক্তের হার বেড়ে ৬.২৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ এবং ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে ৯৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।